Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলাগঞ্জে বর্ডার হাটের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৩ ১৫:২৮

সিলেট: সিলেটের ভোলাগঞ্জে জেলার প্রথম বর্ডার হাটের উদ্বোধন হয়েছে।

শনিবার (৬ মে) সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ হাটটি উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরপরই দুই দেশের ব্যবসায়ীরা তাদের পণ্যসামগ্রী নিয়ে জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেন। দুই দেশের মুদ্রায় হচ্ছে কেনাবেচা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিলস ও কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিতত এই বর্ডার হাট প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার ২ দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকবে।

এখানে ভারতের ২৬ টি ও বাংলাদেশের ২৪টি স্টল থাকবে। হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে। হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়বিক্রয়ের সুযোগ পাবেন।

সারাবাংলা/একে

বর্ডার হাট ভোলাগঞ্জ হাটের উদ্বোধন