Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা ওয়াসার এমডির বৈধতা নিয়ে করা রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ১৪:২৬

ফাইল ছবি

ঢাকা: খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমবি) মো. আবদুল্লাহকে বার বার নিয়োগের বৈধতা এবং তার দুর্নীতি নিয়ে করা রিট খারিজ করে সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৭ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী এমাদুল হক বশির। আর ওয়াসার এমডির পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।

পরে সৈয়দ মাহসিব হোসেন জানান, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডিকে ২০০৯ সালে নিয়োগ করা হয়। অথচ ২০২৩ সালে এসে রিট করা হয়েছে।

এর আগেও তার বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুদক দুর্নীতির কোন কিছু পায়নি। তাই আদালত রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন।

এর আগে গত ২১ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. এমাদুল হক বশির এ রিট দায়ের করেন।

রিটে স্থানীয় সরকার সচিব, জনপ্রশাসন সচিব, উপ-সচিব স্থানীয় সরকার (পানি সরবরাহ), পিএসসির চেয়ারম্যান, খুলনা ওয়াসা কর্তৃপক্ষ, খুলনা ওয়াসার চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন ও খুলনা ওয়াসার এমডিকে বিবাদী করা হয়।

তিনি জানান, ২০০৯ সালে খুলনা ওয়াসার এমডিকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে তিনি বার বার নিয়োগ পেয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ গণমাধ্যমে এসেছে। তাই এসব অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর