Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেপরোয়া গতির বাস উল্টে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ১৭:৩৪

বরিশাল: জেলার বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির কারণে মিজান পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৭ মে) বিকেল ৪টার দিকে মহাসড়কের ষাইটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ঢাকা থেকে বরগুনার পাথরঘাটার উদ্দেশে যাচ্ছিল। ষাইটপাকিয়া এলাকায় বেপরোয়া গতিতে ছুটছিল সেটি। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খেলনার মতো ডিগবাজি খায়। এতে বাসটির ২০/২১ জন যাত্রীর প্রায় সবাই কমবেশি আহত হন এবং সেটি উল্টে যায়।

বিজ্ঞাপন

আহত একাধিক যাত্রীর অভিযোগ, বেপরোয়া গতিতে চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি বাম দিক থেকে ডান দিকে টার্ন করলে উল্টে যায়। চলককে পথে বার বার সাবধান করেছিল যাত্রীরা।

ঘটনাস্থলে থাকা নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আওলাদ জানান, স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কের মাঝে বাসটি উল্টে যাওয়ায় রেকার দিয়ে সরানোর চেষ্টা চলছে।

সারাবাংলা/পিটিএম

বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর