Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে জিততে বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ১৮:০৫

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এমন বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। সেটিই তাদের উদ্দেশ্য। এরকম বায়াসড তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না।

রোববার (৭ মে) দুপুরে রাজধানীর সেতুভবনে সেতু কতৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বলতে ২০০১ এবং ওয়ান ইলেভেনের ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার চাইছে; আমাদের কাছে মনে হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার করতে হবে- এ ধরনের কোনো বিদেশি চাপ সরকারেরর উপর নেই। ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কোনো বিদেশি বন্ধু রাষ্ট্র কোনো চাপ দেয়নি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অবতারণা করেনি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ। এই কমিশনের অধীনে নির্বাচন করতে বিএনপির সমস্যা কোথায়? নির্বাচন করার জন্য এই নির্বাচন কমিশনই যথেষ্ট। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক চেষ্টা তাদের মধ্য আছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে আসা বিএনপির অধিকার। এটা সুযোগ নয়। সরকার দয়া করে সুযোগ দিচ্ছে তা নয়। তাদের এটা গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ দয়া করে তাদের নির্বাচনে নিয়ে আসবে কেন? এটা তো হতে পারে না। এটা নিয়ে গতবার সংলাপ করে কী রেজাল্ট হলো? ২০১৮ সালে সংলাপ করলাম। বিএনপির সঙ্গে এক বার না দুই বার গণভবনে সংলাপ করলাম? ৭২টি দলের সঙ্গে সংলাপ হলো। সেটার রেজাল্ট কী হলো? ড. কামাল হোসেনের নেতৃত্বে জগাখিচুড়ি ঐক্য কিভাবে পণ্ড হয়ে গেল- সেটা সবার মনে আছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘কোনো ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সংবিধানের মধ্যেই নিতে হবে। সংবিধানে মধ্যে কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকলে, এটার অসুবিধা নেই। যদি বিএনপি বলে আমরা নির্বাচনে আসব? নির্বাচনে আসলে তখন এক ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করবেই না। তারা এই সংসদকে চায় না। তারপরে এই মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। এই প্রধানমন্ত্রী পদত্যাগ করবে। এইসব শর্তারোপের মধ্যে আমরা কিভাবে বলব, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টার ইন গর্ভনমেন্টে আসুন বা অন্য কোনো মন্ত্রণালয় আপনাদের দিচ্ছি।’ তারা তো সম্পূর্ণ উত্তর আর দক্ষিণ মেরুর অবস্থান নিচ্ছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

এর আগে, বাংলাদেশ সেতু কতৃপক্ষের বোর্ড সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর