Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএসে প্রকৌশল ক্যাডার চালুর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ১৯:৪৫

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষায় প্রকৌশল ভিত্তিক ক্যাডার (ইঞ্জিনিয়ারিং ক্যাডার) চালুসহ আটটি দাবি জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি), চট্টগ্রাম কেন্দ্র।

রোববার (৭ মে) দুপুরে নগরীর আইইবির চট্টগ্রাম কেন্দ্রের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রবীর কুমার সেন দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলো হলো- প্রকৌশল সংস্থাতে শীর্ষ পদগুলোতে প্রকৌশলী পদায়ন, প্রকৌশল ভিত্তিক ক্যাডার (ইঞ্জিনিয়ারিং ক্যাডার) ব্যবস্থার প্রবর্তন, বেসরকারি প্রকৌশলীদের জন্য চাকরি বিধি প্রণয়ন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে ক্যাডারভুক্ত ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ সৃষ্টি।

সংবাদ সম্মেলনে কেন্দ্রের নব-নির্বাচিত চেয়ারম্যান এম এ রশীদ, ভাইস-চেয়ারম্যান রশীদ আহমেদ চৌধুরী, সম্মানী সম্পাদক মো. শাহজাহান, প্রাক্তন চেয়ারম্যান সাদেক মোহাম্মদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান উদয় শেখর দত্ত, সম্মানী সম্পাদক এস এম শহিদুল আলম, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম মানিক ও দেওয়ান সামিনা বানু উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকৌশলীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।

সারাবাংলা/আইসি/ এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর