আজমত উল্লার ব্যাখ্যায় ইসি অত্যন্ত সন্তুষ্ট
৭ মে ২০২৩ ২০:১১
ঢাকা : গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যে ব্যাখ্যা দিয়েছেন অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা ওনার বক্তব্যে প্রাথমিকভাবে অত্যন্ত সন্তুষ্ট।
রোববার (৭ মে) ইসির সভা কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন আজমত উল্লাহ। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে আজমত উল্লা খানের বক্তব্য নেওয়া হয়। আধঘণ্টা ধরে এ শোকজের বক্তব্য শুনে সিইসি সাংবাদিকদের ব্রিফিং করে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। উনি অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে এ ধরনের ভুল হবে না। তবে কিছু কিছু ভুল অজ্ঞতাবশত হয়েছে। উনি বলেছে যে, দু’একটা সভা হয়েছে ওনারা ডিসি এবং কমিশনারের অনুমতি নিয়ে সিটি করপোরেশনের বাইরে করেছেন। উনি বিধি-৫ ধারার যে বিধানটা বলেছেন সেটির বিষয়ে তাৎক্ষণিকভাবে অবগত ছিলেন না।’
সিইসি বলেন, ‘শোডাউনটাকে আমরা বড় করে দেখেছিলাম। এ বিষয়ে উনি বলেছেন যে, সেদিন মনোনয়নপত্র সাবমিট করার ব্যাপার ছিল। বেশ কিছু সংখ্যক কাউন্সিলর, তারা একই সঙ্গে দলবল নিয়ে এসেছেন। এ জন্য বড় ধরনের এটা শোডাউনের মতো মনে হয়েছে। আমরা উনার বক্তব্যে প্রাথমিকভাবে অত্যন্ত সন্তুষ্ট। উনি সুন্দরভাবে আমাদের সঙ্গে কো-অপারেট করেছেন। নির্বাচনি আচরণবিধি যেন ভবিষ্যতে প্রতিপালিত হয়, অনুসৃত হয়; সেটি চেষ্টা করবেন।’
আজমত উল্লাকে তাহলে কি অভিযোগ থেকে দায়মুক্তি দিচ্ছেন, সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, ‘এখনও আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। তবে তিনি তার বক্তব্য সুন্দরভাবে দিয়েছেন।’
এ নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় শোডাউন করা এবং প্রার্থীর পক্ষে স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী, প্রতিমন্ত্রীদের প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে নৌকার এ প্রার্থীকে কমিশনে তলব করা হয় । কেন প্রার্থিতা বাতিল করা হবে না সে বিষয়ে সশরীরে রোববার উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/জিএস/একে