Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় কারিগরি কমিটির ৪ সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মে ২০২৩ ২১:১০ | আপডেট: ৮ মে ২০২৩ ১১:১৮

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’ চারটি সুপারিশ করেছে। শনিবার (৬ মে) কমিটির ৬৩তম সভায় এ সুপারিশ করা হয়।

সভায় দেশে বর্তমানে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে উল্লেখ করে রোগ নিয়ন্ত্রণের জন্য নানা করণীয় শিথিল করার বিষয়ে মতামত ব্যক্ত করা হয়। তবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৭ মে) কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ই মে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৬৩তম সভা

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তগুলো হলো-

১. সভায় কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোন কোন দেশে এখনও কোভিড-১৯ সংক্রমণ বেশি থাকলেও মৃত্যুহার, আই সি ইউ প্রয়োজনীয়তা ও জটিলতা অনেক কম। আমাদের দেশে কোভিড-১৯ সংক্রমণ বেশ কিছুদিন যাবত নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। এর প্রেক্ষিতে জাতীয় পরামর্শক কমিটি সামাজিক দূরত্ব, মাস্ক পরাসহ কোভিড প্রতিরোধের অন্যান্য করণীয় সমূহ শিথিল করার বিষয়ে মতামত ব্যক্ত করে।

তবে কমিটি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল/চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে সতকর্তা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ প্রদান করে। কমিটি মনে করে কোভিড-১৯ ছাড়াও অন্যান্য স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ এটা সহায়ক হবে।

বিজ্ঞাপন

২. কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মোতাবেক জরুরি বিবেচনা না করলেও সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য বৈশ্বিক রিপোর্ট পর্যালোচনা ও দেশে সার্ভিলেন্স জোরদার করার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইইডিসিআর প্রতি পরামর্শ দেওয়া হয়। ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার সব প্রস্তুতি রাখার সুপারিশ করা হয়।

৩. হজ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শর্ত মেনে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়াও মার্স প্রতিরোধে উট-এর সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যান্য দেশে ভ্রমণের ক্ষেত্রে সেই দেশের শর্তানুযায়ী ব্যবস্থা নিতে হবে। বিদেশ থেকে আগত যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট প্রদর্শনের বাধ্যবাধকতার প্রয়োজন নেই বলে কমিটি মনে করে।

এছাড়াও কোভিড ভ্যাকসিন বিষয়ে নিয়মিত বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিশ্লেষণসাপেক্ষে সিদ্ধান্ত নেয়ার সুপারিশ করার বিষয়ে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এসবি/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর