Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেরুর সোনার খনিতে আগুন, ২৭ জনের প্রাণহানি

সারাবাংলা ডেস্ক
৮ মে ২০২৩ ১২:১৮

ঢাকা: পেরুর দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকার এক সোনা খনিতে আগুন লেগে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। দেশটির সম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা। রোববার (৭ মে) স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

আরেকুইপা অঞ্চলে এস্পারেঞ্জা ওয়ান খনিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার বিষয়টি পুলিশ ও পাবলিক প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে।

পাবলিক প্রসিকিউটর জিওভানি মাতোস বলেছেন, খনির ভেতরে ২৭টি লাশ পাওয়া গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, খনির টানেলে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা এ সময়ে খনির ১০০ মিটার গভীরে ছিলেন। উদ্ধারকারীরা মরদেহ সরানোর আগে খনির নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

মাতোস বলেন, খনির ভেতরে কেউ বেঁচে আছে বলে জানা যায়নি। ভেতরে ঠিক কতজন ছিলেন সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/ইআ

টপ নিউজ সোনার খনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর