Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে রুশ হামলার তীব্রতা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৩ ১৪:০৮

ইউক্রেনে আকাশপথে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। রোববার (৭ মে) দিবাগত রাত ও সোমবার সকালে ইউক্রেনের প্রধান প্রধান শহর ও স্থাপনায় মিসাইল, ড্রোন ও বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, ইউক্রেনের খারকিভ, খেরসন, মিকোলাইভ ও ওদেসা অঞ্চলে অন্তত ১৬টি মিসাইল, ৫২টি রকেট সালভো ও  ৬১টি বিমান হামলা হয়েছে।

এছাড়া কিয়েভ কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের তৈরি ৩৫টি শাহেদ ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন শহর ও স্থাপনায় রাতে হামলা চালায় রাশিয়া। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন ধ্বংস করেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশচকো জানিয়েছেন, রুশ মিসাইলের আঘাতে রাজধানীতে একটি জ্বালানি ডিপো, গাড়ি, ভবন এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। কৃষ্ণ সাগরের শহর ওডেসায় একটি খাদ্য গুদামে মিসাইলের আঘাতে আগুন লেগেছে বলে জানা গেছে।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর