ঢামেকে আগুন, আতঙ্কিত রোগীরা
৮ মে ২০২৩ ১৮:৫৩
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এলেও তার আগেই আগুন নিভিয়ে ফেলে হাসপাতালের স্টাফরা।
সোমবার (৮ মে) বিকেল পৌনে ৫টার দিকে পোশাক পরিবর্তন রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম আগুনের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালের পুরাতন ভবনের ৩১০ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের সংবাদে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
হাসপাতালের ৩১০ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স বলেন, ‘বিকেল পৌনে ৫টার দিকে ওয়ার্ডের বারান্দায় আমাদের পোশাক পরিবর্তন করার রুমে আগুন লাগে। ওই রুমের ভেতরে আরও ছোট একটি রুমে অক্সিজেন সিলিন্ডারসহ অনেক মালামাল ছিল। সেখানে থেকেই আগুনের ঘটনা ঘটে। তবে হাসপাতালে লোকজন আগুন নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে। পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।’
তিনি জানান, আগুনের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় দুটি ওয়ার্ড। এ সময় ওয়ার্ডে ১৬ জন রোগী ছিল। রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে যান। তবে এখন সব স্বাভাবিক আছে। রুমের মধ্যে একটি টেবিল, কাপড়-চোপড় ও অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান ছিল। ওই টেবিল ফ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন লাগে। পাশাপাশি দুটি ওয়ার্ডে মহিলা রোগী ছিল। তারা সবাই আতঙ্কিত হয়ে বাইরে চলে যায়। তবে কোনো ধরনের অঘটন ঘটেনি।’
সারাবাংলা/এসএসআর/পিটিএম