Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমকে তলব করেছে ইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৩ ০৯:৪৪

ঢাকা: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৯ মে) ইসির সহকারী পরিচালক মো. আশাদুল হক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার (৮ মে) রাতে ফয়জুল করিমকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। চিঠিতে আগামীকাল বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী মো. আজমত উল্লা খানকে ডেকেছিল ইসি।

ইসির চিঠিতে বলা হয়েছে, “আপনি মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম; বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আপনার পক্ষে এইচ এম হাসানুজ্জামান ৩ মে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে আপনার রাজনৈতিক দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম হতেও জানা যায়, আপনি বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী। আপনি ৮ মে বরিশাল বিমানবন্দর হতে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে শহরে আগমন করেন। তদপ্রেক্ষিতে আপনার/আপনার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়।”

চিঠিতে আরও বলা হয়, “নির্বাচন-পূর্ব সময়ে যে কোনো প্রকার মিছিল/শো-ডাউন নির্বাচনী আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু দেখা যায়, আপনার আগমন উপলক্ষে আপনার অনুসারী কর্তৃক মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস ইত্যাদি যানবাহনসহ ব্যাপক মিছিল ও শো-ডাউন করা হয়েছে। আপনার রাজনৈতিক দলের লোগো, নির্বাচনী প্রতীক ইত্যাদিসহ মিছিল ও শো-ডাউন করে আচরণ বিধির বিধি ৫, ৭(ক), ১১ (২) ও ১৩(ক)-এর সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে।”

ইসির চিঠিতে আগামী ১০ মে সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী বরিশাল সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে ও ভোট ১২ জুন।

সারাবাংলা/জিএস/এমও

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসি বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সৈয়দ মো. ফয়জুল করিম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর