Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খোঁজ মেলেনি বেরোবি’র সাবেক শিক্ষার্থী মোতালেবের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৩ ১২:৫১

রংপুর: নিখোঁজের ৩ দিনেও খোঁজ মেলেনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সদ্য সাবেক শিক্ষার্থী আব্দুল মোতালেব হোসাইনের। গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী পার্কের মোড় এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

এ ঘটনায় তাজহাট থানায় সাধারণ ডায়েরি করেছে মোতালেবের পরিবার।

মোতালেব মিঠাপুকুর উপজেলার বৈরাতি এলাকার ছোমাদ মিয়ার ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে অবস্থিত একটি মেসে থাকতেন তিনি।

মোতালেবের সহপাঠী ও মেসের বন্ধু নাজমুল হুদা নিমু জানান, গত শনিবার দুপুর পর্যন্ত সে মেসে ছিল। দুপুরের খাবার খেতে পার্কের মোড়ে গিয়ে আর সে মেসে ফিরে আসেনি। দুপুরের পর থেকে মোতালেবের মোবাইল বন্ধ পেয়ে তার পরিবারের লোকজন মেসের লোকদের সঙ্গে যোগাযোগ করেন।

মোতালেবের বাবা ছোমাদ মিয়া বলেন, ‘আমরাও মোতালেবের মোবাইল বন্ধ পেলে বন্ধু-বান্ধব ও আত্মীয়দের কাছে খোঁজ করি, কিন্তু কোথাও সে নেই। পরে তাজহাট থানায় একটি জিডি করি। এখনও ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আসাদুজ্জামান মণ্ডল বলেন, ‘মোতালেব আমাদের সাবেক শিক্ষার্থী। তার নিখোঁজের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের সঙ্গে কথা বলেছি। থানাতেও গিয়েছিলাম। আমরা তার সিনিয়র-জুনিয়রদের সঙ্গে কথা বলে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

তবে নিখোঁজের ৩ দিনেও মোতালেবের কোনো সন্ধান পায়নি পুলিশ। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, ‘তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করি দ্রুতই খোঁজ মিলবে।’

সারাবাংলা/এমও

নিখোঁজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি’র সাবেক শিক্ষার্থী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর