দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামি জেএমবি সদস্য গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৩ ১৩:৪২
৯ মে ২০২৩ ১৩:৪২
ময়মনসিংহ: ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার চার্জশিটভূক্ত আসামি জেএমবি সদস্য আজিজুল হক গোলাপকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হামলার পর গ্রেফতার এড়াতে প্রায় ১৮ বছর পলাতক ছিল এই আসামি।
মঙ্গলবার (৯ মে) সকালে র্যাব-১৪ ময়মনসিংহ নগরীর বাইপাস কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এ কথা জানানো হয়।
র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান জানান, গ্রেফতার হওয়া গোলাপ ময়মনসিংহের কয়েকটি স্থানে বোমা হামলার পর ১৮ বছর পরিচয় গোপন রেখে পলাতক ছিলো। সে ঢাকায় একটি ফ্যাশন হাউজের সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করতো। তার বাড়ি গৌরীপুরে।
গোলাপ স্থানীয় একটি স্কুলে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানসহ জেএমবি সদস্যদের নিয়ে গোপন বৈঠক করতো বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
সারাবাংলা/এমও