ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
মঙ্গলবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার সংলগ্ন রেললাইনে ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে বিকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, সকাল পৌনে ৮টার দিকে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার সংলগ্ন রেললাইন দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির পড়নে সাদা নীল চেক শার্ট ও কালো চেক লুঙ্গি ছিল।