Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ সিটিতে নতুন করে ত্রাণ ও অনুদান স্থগিতের নির্দেশ ইসির

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৩ ২১:০৩

ঢাকা : গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নতুন করে ত্রাণ-অনুদান স্থগিতের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। ওই পাঁচ সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করায় কোনো নতুন করে ত্রাণ, ভিজিটিং কার্ডসহ যে কোনো ধরনের ত্রাণ অথবা অনুদান কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এটি বাস্তবায়নের জন্য মহিলা ও শিশু বিষয়ক সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনার শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এমন তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাচঁ সিটি নির্বাচনের ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ (পরিশিষ্ট ‘ঘ’) এর বিধি ৪ অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোনো প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান সিটি করপোরেশন এলাকায় অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করতে পারবেন না। এ বিধিমালার বিধান লংঘন দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই অপরাধে সংশ্লিষ্টরা উল্লিখিত আচরণ বিধিমালার বিধি ৩১ অনুযায়ী দণ্ডনীয় হবেন।

চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত সিটি করপোরেশন নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন আরও সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে, নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন ভিজিটিং কার্ড ইস্যু কার্যক্রমসহ নতুন ধরনের কোনো প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা যাবে না।

তবে যে সব ত্রাণ কার্যক্রম এ নির্দেশনায় আরও বলা হয়েছে, পূর্ব হতে পরিচালিত হচ্ছে অর্থাৎ চলমান ত্রাণ কার্যক্রম চালু থাকবে। বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিটি কর্পোরেশন নির্বাচনের কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় (সিটি কর্পোরেশনভুক্ত এলাকায়) নতুন ভিজিডি কার্ড ইস্যুসহ নতুন ধরনের কোনো প্রকার অনুদান/ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। সেইসঙ্গে কোনো এলাকায় অনুদান/প্রাণ বিতরণ সংক্রান্ত নতুন কার্যক্রম গ্রহণ নিতান্তই আবশ্যক হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশনের সম্মতি গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

৫ সিটি সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর