Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চাইলো এনএবি

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৩ ১৪:৫৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে তুলা হয়েছে। তবে তাকে ইসলামাবাদ হাইকোর্টে নেওয়া হয়নি। বুধবার (১০ মে) পুলিশ লাইন্সে তার জন্য বিশেষ ব্যবস্থায় আদালত বসানো হয়। দুপুরে ওই আদালতেই শুনানি হয়। মূলত ইমরান খানের সমর্থকদের দূরে রাখতেই পুলিশ লাইন্সে এ ব্যবস্থা করা হয়েছে।

শুনানির শুরুতে ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ইমরানের ১৪ দিনের রিমান্ড আবেদন করে। পিটিআই চেয়ারম্যানের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করেন।

বিজ্ঞাপন

আদালতে ইমরানের আইনজীবী যুক্তি দিয়ে বলেন, মামলাটি ব্যুরোর কর্মপরিধির মধ্যে পড়ে না। এনএবি কোনো তদন্ত প্রতিবেদন আদালতে দেয়নি।

ইমরান খানের মামলার শুনানি খোলা আদালতে করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকেরই সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার রয়েছে।

পরে শুনানি সংক্ষিপ্ত সময়ের জন্য স্থগিত করেন বিচারক।

মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে গ্রেফতার করে ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। একাধিক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গেলে তিনি গ্রেফতার হন। তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পুলিশ। পরে তাকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের একটি গেস্ট হাউজে রাখা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়।

সারাবাংলা/আইই

ইমরান খান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর