Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ১৫:০৩

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এক ইরানি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গোলনারি সাইদ (৪০)।

মঙ্গলবার দিবাগত রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য বুধবার (১০ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ক্যান্টনমেন্ট থানার এসআই গোলাম মোস্তফা জানান, গোলনারি সাইদ একজন ইরানী নাগরিক। রাজধানীর বারিধারা ডিওএইচএস এর ৭ নম্বর রোডে একটি বাসায় বন্ধু ইব্রাহীমের সঙ্গে থাকতেন। গোলনারি জাতিসংঘ শরণার্থী শিবিরের স্থায়ী সদস্য ছিলেন।

এসআই জানান, ওই ব্যক্তির বাবা-মা দুইদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। মঙ্গলবার বিকেলে বাথরুমে সাইদকে পড়ে থাকতে দেখেন বন্ধু ইব্রাহীম। পরে বাসার অন্যান্যদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ইরানি নাগরিক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর