Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাওরের ইতিহাস ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ১৫:২৮

কিশোরগঞ্জ: ‘হাওরের ইতিহাস ঐতিহ্য’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বইটির লেখক কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান বশির আহমেদ।

মঙ্গলবার (৯ মে) দুপুরে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আল আমিন। প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ আ.ন.ম মুশতাকুর রহমান, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান, ওয়ালী নেওয়াজ খান কলেজের উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান।

বিজ্ঞাপন

কলেজের ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক সাদীর সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বইয়ের রচয়িতা বশির আহমেদ।

এছাড়া আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট নাছির উদ্দিন ফারুকী, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইতিহাসবিদ মু.আ.লতিফ, বীর মুক্তিযোদ্ধা কবি আইয়ুব বিন হায়দার, গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. সিদ্দিক উল্লাহ, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান খায়রুল ইসলাম, প্রকাশনা উৎসব কমিটির আহ্বায়ক প্রভাষক ফকির জান্নাতুল রোমান পপি, ওয়ালী নেওয়াজ খান কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আনওয়ারুল হক, দর্শন বিভাগের প্রধান ইকবাল ভূঁইয়া, শিক্ষক মাহবুবুল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আজিজুর রহমান নয়ন প্রমুখ।

বিজ্ঞাপন

পরে অতিথিরা বশির আহমেদের রচিত ‘হাওরের ইতিহাস-ঐতিহ্য’ বইটির মোড়ক উন্মোচন করেন। এর আগে কলেজের পক্ষ থেকে লেখককে সম্মাননা প্রদান ও তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, লেখক, ইতিহাসবিদ, গবেষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর