Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে ঘূর্ণিঝড় মোখা, রূপ নিতে পারে সুপার সাইক্লোনে

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ১৬:৩১

ঢাকা: সাগরে একদিন আগে তৈরি হওয়া নিম্নচাপ আগামীকাল থেকে অর্থাৎ ১১ মে থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘূর্ণিঝড় ‘মোখা’ আগামী ১৩ থেকে ১৪ মে এর মধ্যে কক্সবাজার উপকূলে ১৮০ থেকে ২২০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী জানান, ‘ঘূর্ণিঝড়টি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। পূর্বাভাস অনুযায়ী সমুদ্রে এখন ১ নম্বর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এটির মুভমেন্ট অনুযায়ী এর সর্তকবার্তাও বাড়তে থাকবে।

বুধবার (১০ মে) সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় আগের মতো এবারও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল (৯ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বৃহস্পতিবার (১১ মে) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এটি দক্ষিণ পূর্ব দিক থেকে অগ্রসর হবে। ঘূর্ণিঝড়টি ১৩ মে রাত থেকে ১৪ মে সকালের দিকে দেশের কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে।’

তিনি আরও বলেন, ‘এখন এটি বাংলাদেশ থেকে ১৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি ১২ মে উত্তর পূর্ব দিকে বাঁক নেবে। কক্সবাজার ও মিয়ানমারের ওপর দিয়ে আঘাত হানতে পারে। এটির গতি হবে ১৮০ থেকে ২২০ কিলোমিটার।’

সারাবাংলা/জেআর/এমও

ঘূর্ণিঝড় মোখা মোখা সুপার সাইক্লোন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর