মোখা’র ক্ষতি এড়াতে ধানসহ পাকা ফসল দ্রুত ঘরে তোলার পরামর্শ
১০ মে ২০২৩ ১৯:২৬
ঢাকা: ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় পরিপক্ক ধানসহ অন্যান্য ফসল দ্রুত ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিফতর। প্রতিষ্ঠানের সরেজমিন উইং থেকে সম্প্রতি বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে।
দেশে বোরো ধান ঘরে তোলার মৌসুম চলছে। রাজশাহীসহ বিভিন্ন জায়গায় পরিপক্ক হয়ে উঠেছে আম, পাকতে শুরু করেছে লিচুও। ঘূর্ণিঝড় মোখা দেশে আঘাত হানলে বোরো ধানসহ বেশ কিছু ফসলের বেশ ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের হাওর অঞ্চলের শতভাগ বোরো ধান কাটা এরইমধ্যে শেষ হয়েছে। সারাদেশেও ৬০ ভাগের বেশি বোরো ধান কাটা শেষ।
তথ্যমতে, অন্যান্য বেশ কয়েক বছরের মধ্যে এবার হাওরে বোরো ধানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আকস্মিক বন্যায় প্রায় প্রতিবছরই হাওরে বোরো ধানের ক্ষতি হয়ে থাকে। তবে সারাদেশে এখনও বোরো ধান কাটা শেষ হয়নি, তাই বোরো নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর, ৮০ শতাংশ পাকা ধান, পরিপক্ক আম ও অন্যান্য ‘সংগ্রহ উপযোগী’ ফসল দ্রুত সংগ্রহ করতে কৃষকদের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক তথ্য মাঠে কৃষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
সার্বক্ষণিক কর্মস্থলে থেকে কৃষকদের পরামর্শ দিতে কৃষকের পাশে থাকতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এমও