Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানি রুপির দর সর্বকালের সর্বনিম্নে

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৩ ২০:১৬

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্ন অবস্থানে নেমেছে। রাজনৈতিক অস্থিরতায় বুধবার (১০ মে) পাকিস্তানি রুপি ডলারের বিপরীতে মান হারায় ৫.৩৮ রুপি, যা আগের দিনের চেয়ে ১.৮৯ শতাংশ।  এদিন ডলারের বিপরীতে রুপির আন্তঃব্যাংকীয় লেনদেন হয়েছে ২৯০.২২ রুপি হারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের মুদ্রা রুপি ডলারের বিপরীতে লেনদেন হয় ২৮৮.৪২ রুপি হারে। এটাই ছিল সর্বকালের সর্বনিম্ন রেকর্ড। বুধবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতারের পর পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতায় রুপি দ্রুত মান হারায়। এতে পাকিস্তানি রুপির পতনের নতুন রেকর্ড সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পাকিস্তান-কুয়েত ইনভেস্টমেন্ট কোম্পানির গবেষণা প্রধান সামিউল্লাহ তারিক জিও টিভিকে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ নিয়ে অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা বিনিময় হারকে প্রভাবিত করছে।

তিনি বলেন, রুপি-ডলার ডলারের বিনিময় হার প্রকৃত ডিমান্ড-সাপ্লাই পরিস্থিতি তুলে ধরছে না।

এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে আধাসামরিক বাহিনী র‍্যাঞ্জার্সের সহযোগিতা নিয়ে ইমরান খানকে গ্রেফতার করে দুর্নীতিবিরোধী টাস্কফোর্স এনএবি। এদিন একাধিক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। পরে তাকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের একটি গেস্ট হাউজে রাখা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ইমরান খানকে এনএবি হেফাজতে ৮ দিনের রিমান্ডে আদালত।

বিজ্ঞাপন

ইমরান খানের গ্রেফতারের প্রতিক্রিয়ায় মঙ্গলবার পাকিস্তানের রাস্তায় নেমে আসে হাজার হাজার পিটিআই কর্মী-সমর্থক। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষেও জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার পাঞ্জাব, খাইবার পাখতোনখোয়া ও পেশোয়ারে সেনা মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ পাকিস্তান পাকিস্তানি রুপি

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর