Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাদের বিরুদ্ধে মামলা রয়েছে পুলিশ তাদের ধরবেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ২১:৩২

ঢাকা: যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে তাদের পুলিশ গ্রেফতার করবে। এটা পুলিশের নিয়মিত কার্যক্রমের একটা অংশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা একাধিক মামলার আসামি, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, এমনকি যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি রয়েছে, তাদের গ্রেফতার করছে পুলিশ। যাদের বিরুদ্ধে পরোয়ানা আছে এবং যারা অন্যায় করে, পুলিশ তাদের খুঁজে বের করে ধরবে, এটাই পুলিশের নিয়মিত কার্যক্রম।’

বিজ্ঞাপন

নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়েছে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একেক জনের বিরুদ্ধে ২০ থেকে ৩০টি পরোয়ানা আছে। এগুলো বহুদিনের পুরনো মামলা। এসব মামলা থাকার পরও অনেকেই কোর্টে গিয়ে আত্মসমর্পণ করেননি। সে কারণে গ্রেফতারের পরোয়ানা জারি হয়েছে। আর সে গ্রেফতারি পরোয়ানা তামিল করছে পুলিশ। এর মানে এই নয়, ফখরুল সাহেব যেটা বলেছেন সেটা সত্য।’

এসময় নির্বাচনকে কেন্দ্র করে নতুন মামলা বা সাজানো মামলার অভিযোগও ভিত্তিহীন বলে মন্তব্য করেন মন্ত্রী।

সম্প্রতি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এবং পুলিশ হত্যা মামলার আসামি দুবাই প্রবাসী রবিউল ইসলাম ওরফে আরাভকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।’

বর্তমানে রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইতে অবস্থান করছেন। গতকাল মঙ্গলবার অস্ত্র মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর