Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুক্তিযোদ্ধা বিচারপতিদের চাকরি এক বছর বাড়াতে আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ২১:৫০

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মুক্তিযোদ্ধা বিচারপতিদের অবসরের সময়সীমা এক বছর বাড়াতে আবেদন করেছেন ৮০ জন আইনজীবী।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, জনপ্রশাসন মন্ত্রী ও আইনমন্ত্রী বরাবর গতকাল মঙ্গলবার (৯ মে) এ আবেদন করা হয়েছে।

বিচারকের পদের মেয়াদ সম্পর্কে সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোনো বিচারক ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।’

আবেদনে বলা হয়, গণকর্মচারী অবসর (সংশোধনী) আইন, ২০১৩ এর ৪‘এ’ ধারা অনুযায়ী সব মুক্তিযোদ্ধা গণকর্মচারী অবসরের বয়স সাধারণ গণকর্মচারী থেকে এক বছর বেশি। অর্থ্যাৎ রাষ্ট্র সব মুক্তিযোদ্ধাদের স্ব স্ব স্থানে ও কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা দিলেও বিচারপতিদের ক্ষেত্রে এই সুবিধা নেই। তাদের ক্ষেত্রে একইসুবিধার ব্যবস্থা করা উচিত বলে আমরা মনে করি।

বাংলাদেশের সংবিধান (পঞ্চদশ সংশোধন, ২০১১) এর ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা বর্তমানে ৬৭ বছর। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিচারকদের অবসরের বয়স ১ (এক) বছর বেশি করার মাধ্যমে তাদেরও সম্মানিত করা যেতে পারে।

সারাবাংলা/কেআইএফ/এমও

অবসর বিচারপতি মুক্তিযোদ্ধা বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর