Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের সব উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৩ ২২:৫৪

চট্টগ্রাম ব্যুরো: সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রামের সব উপজেলায় সব আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বুধবার (১০ মে) বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তিনি এই নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে সভায় যোগ দেন।

জেলা প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব উপজেলায় আশ্রয়কেন্দ্র, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জরুরি সেবার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়েছে, উপকূলবর্তী ও পাহাড়ি এলাকায় মানুষকে সচেতন করতে মাইকিং শুরু হবে বৃহস্পতিবার থেকে। জরুরি প্রয়োজনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে এবং জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।

সভায় উপস্থিত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হোছাইন সারাবাংলাকে বলেন, ‘জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে চট্টগ্রামের ১৫ উপজেলায় চাল ও নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে প্রস্তুত রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। মোট কয়টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেটা আগামীকাল বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

চট্টগ্রাম

বিজ্ঞাপন

জোড়া লাগছে রহমান-সায়রার সংসার!
২৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৭

বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া
২৯ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

একই মঞ্চে তাহসান-আতিফ আসলাম
২৯ নভেম্বর ২০২৪ ১৬:২৫

১৭ হলে প্রাপ্তবয়স্কদের ‘ভয়াল’
২৯ নভেম্বর ২০২৪ ১৬:১৯

আরো

সম্পর্কিত খবর