Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৩ ১৯:৩৪

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে নগরীর পতেঙ্গা থানার পূর্ব কাটগড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত দু’জন হলো- রিসবান সালেহ আরিশ (৩) ও ফায়রুজ উলফাত ওয়াজিহা (২)। আরিশ পূর্ব কাটগড়ের নাছির উদ্দিনের ছেলে এবং ওয়াজিহা তার ভাই নেজাম উদ্দীনের মেয়ে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর সারাবাংলাকে বলেন, ‘সকাল ১১টার দিকে দুই শিশুকে বাড়ির পুকুরে ভাসতে দেখেন পরিবারের লোকজন। দ্রুত তাদের উদ্ধার করে পতেঙ্গায় নৌবাহিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে দুই শিশু পুকুরে পড়ে যায়।’

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ ডুবে পানি ভাই-বোন মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর