Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জলোচ্ছ্বাস থেকে পণ্য রক্ষায় গুদামের সামনে দেয়াল তৈরির আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৩ ২৩:১৩

চট্টগ্রাম ব্যুরো: সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে জলোচ্ছ্বাস থেকে রক্ষায় ভোগ্যপণ্যের গুদামের সামনে অস্থায়ী প্রতিরোধক দেয়াল তৈরির আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেছেন, গুদামে পানি ঢুকে ভোগ্যপণ্য নষ্ট হলে বাজারে সংকট তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শনিবার থেকে শুরু হতে যাওয়া ‘এসএমই ফেয়ার’র তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-কক্সবাজারের ভোগ্যপণ্যের আড়তদার ও ব্যবসায়ীদের উদ্দেশে চেম্বার সভাপতি বলেন, ‘চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য রক্ষা করতে হবে। এজন্য দ্রুত প্রস্তুতি নিতে হবে। জোয়ার-জলোচ্ছ্বাসের পানি যাতে ঢুকতে না পারে, সেজন্য গুদামের ফটকে ইট-সিমেন্টের শক্ত প্রতিরোধক দেওয়াল দিতে হবে। কাঠের ফ্রেম বা চৌকি বানিয়ে নিচু এলাকার গুদাম ও দোকানের পণ্যসামগ্রী রাখতে হবে। শুক্র-শনিবারের মধ্যেই কাজটি অবশ্যই করে ফেলতে হবে।’

উল্লেখ্য, চট্টগ্রামে ভোগ্যপণ্যের বৃহত্তর পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের গুদামে প্রতিবছর বর্ষার সময় জোয়ার ও জলাবদ্ধতায় পানি ঢুকে পণ্যসামগ্রী নষ্ট হয়।

সংবাদ সম্মেলনে চেম্বার আয়োজিত এসএমই ফেয়ার প্রসঙ্গে জানানো হয়, আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শনিবার (১৩ মে) থেকে শুরু হওয়া ফেয়ার চারদিন চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ৫০ প্রতিষ্ঠানের ৬০টি স্টল থাকবে। মেলার প্লাটিনাম স্পন্সর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। কো-স্পন্সর ইসলামী ব্যাংক লিমিটেড।

বিজ্ঞাপন

এদিন সকাল ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলার উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘মেলার উদ্দেশ্য হচ্ছে- প্রান্তিক উদ্যোক্তাদের নিজস্ব পণ্যে নতুনত্ব ও প্রযুক্তি সংযোজনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন, দেশি ব্যবসা সম্প্রসারণ এবং রফতানিকরণ। যাতে জাতীয় অর্থনীতির উল্লেখযোগ্য অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখা যায়।’

সংবাদ সম্মেলনে চেম্বার পরিচালক একেএম আকতার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, অঞ্জন শেখর দাশ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

জলোচ্ছ্বাস দেয়াল

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর