ইমরান খানের জামিন শুনানি চলছে
১২ মে ২০২৩ ১৪:৩৪
ইসলামাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদন শুরু হয়েছে। ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ও বেআইনি ঘোষণার একদিন পর জামিন শুনানি হচ্ছে।
প্রধান বিচারপতির গঠন করে দেওয়া বেঞ্চে রয়েছেন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজ। শুক্রবার (১২ মে) নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা বিলম্বের পর শুনানি শুরু হয়।
ইমরান খানের জামিন শুনানি উপলক্ষে আদলতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। গোটা প্রাঙ্গণ বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশির পর বিচারকার্য শুরু হয়েছে।
এর আগে ইসলামাবাদ পুলিশ লাইন্স থেকে কড়া নিরাপত্তায় ইমরান খানকে আদালতে হাজির করে ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।
মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে আধাসামরিক বাহিনী র্যাঞ্জার্সের সহযোগিতা নিয়ে ইমরান খানকে গ্রেফতার করে দুর্নীতিবিরোধী টাস্কফোর্স এনএবি। এদিন একাধিক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। পিটিআই চেয়ারম্যানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। পরে তাকে ইসলামাবাদ পুলিশ লাইন্সের একটি গেস্ট হাউজে রাখা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ইমরান খানকে এনএবি হেফাজতে ৮ দিনের রিমান্ডে আদালত।
এর পরদিন বৃহস্পতিবার ইমরান খানের গ্রেফতার প্রক্রিয়াকে অবৈধ ও বেআইনি বলে রুলিং দেন সুপ্রিম কোর্টের বিচারপতি। ইমরান খানকে শুক্রবার আদালতে হাজির করারও নির্দেশ দেন আদালত।
সারাবাংলা/আইই