ক্রিমিয়ায় রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১২ মে ২০২৩ ২১:০৭
ক্রিমিয়ার উত্তরাঞ্চলে দুই সিটের একটি রুশ অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলটই মারা গেছেন। শুক্রবার (১২ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, একটি পরিকল্পিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় এমআই-২৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে কোনো গোলাবারুদ ছিল না। এই ঘটনার ফলে মাটিতে কেউ হতাহত বা সম্পত্তির কোনো ক্ষতি হয়নি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে একটি প্রযুক্তিগত ত্রুটি চিহ্নিত করেছে।
রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রধান আঞ্চলিক শহর ঝানকয় থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্বেতলো গ্রামের কাছে বিধ্বস্ত হয়।
অ্যাটাক হেলিকপ্টারটি সাধারণত একটি ৩০-মি.মি. স্বয়ংক্রিয় কামান এবং ১৬টি গাইডেড এবং আনগাইডেড অ্যান্টি-আরমার মিসাইল বহন করতে পারে।
সারাবাংলা/আইই