Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আপডেট ইভিএমে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মে ২০২৩ ২১:২৮

রাজশাহী: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নতুন আপডেট ইভিএমে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই।

শুক্রবার (১২ মে) বিকেলে রাজশাহী মহানগরীর সার্কিট হাউজে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেটদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সিটি নির্বাচনে আচরণবিধির ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। সুষ্ঠুভাবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে দেখা হবে।’

বিজ্ঞাপন

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে যা যা করণীয় কমিশন তাই করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘কোথাও অনিয়ম হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। প্রচার-প্রচারণাকালে কোন প্রার্থী নির্বাচনী আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমানসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর