Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরিশাসের হাইকমিশনার হচ্ছেন রেজিনা আহমেদ


৮ মে ২০১৮ ১৭:১৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জ্যেষ্ঠ কূটনীতিক রেজিনা আহমেদকে মরিশাসে বাংলাদেশের হাইকমিশানর পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৮ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়।

রেজিনা আহমেদ বর্তমানে ইতালির মিলানে বাংলাদেশ মিশনে কনসাল জেনারেল হিসেবে কাজ করছেন। এর আগে তিনি ক্যানবেরা, মস্কোসহ বাংলাদেশের একাধিক মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৪ সালে বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারে যোগ দেওয়ার মধ্য দিয়ে কূটনীতিক হিসেবে পেশাগত জীবন শুরু করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে রেজিনা আহমেদ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা থেকে বিভিন্ন সময়ে কূটনৈতিক বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

সারাবাংলা/জেআইএল/টিআর

বিজ্ঞাপন
সর্বশেষ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
২১ অক্টোবর ২০২৪ ২১:৫২

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর