দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলোহের জেরে স্বামীর মারধরে মনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার নারায়নপুর গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত মনিরা খাতুন দওগ্রাম- ভূতগাড়ী গ্রামের আব্দুল মমিন মিয়ার মেয়ে। অপরদিক স্বামী সাখাওয়াত মিয়া (৩২) নারায়নপুর গ্রামর মামুনুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্র জানা যায়, সাত বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় মনিরা খাতুন ও সাখাওয়াত মিয়ার। তাদের চার বছরের একটি ছেলে আছে। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বদ্ব চলে আসছিল। এসব নিয়ে একাধিবার গ্রামে বিচার-শালিসও হয়েছে।
শুক্রবার রাতে মনিরা ও সাখাওয়াত দম্পতির মধ্যে আবার ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায় স্ত্রীকে মারধর করেন সাখাওয়াত। এক পর্যায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় মনিরা খাতুন। পরে প্রতিবেশীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকল অফিসার ডা. সাদিয়া আফরিন বলেন, ‘শুক্রবার রাত ১১টার সময় মনিরা খাতুনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার কপালে আঘাতের চিহ্ন ছিল। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, তার শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তার মৃত্যু হয়েছে।’
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। নিহতের স্বামী পলাতক আছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা আছে। তবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি।