Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
১৩ মে ২০২৩ ১৭:২৩

ঢাকা: প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে ছিল এ আয়োজন।

শনিবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের অব-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম।

এ ছাড়া ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এম ইমরান ইকবাল, ব্যাংকের কনসালট্যান্ট এম শহীদুল ইসলাম; ব্যবস্থাপনা পরিচালক ও সি ইও এম রিয়াজুল করিম।

ডা. এইচ বি এম ইকবাল সব অংশগ্রহণকারীর উদ্দেশে বলেন, ‘টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের প্রয়াসে ব্যাংকের মধ্যে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব ও তাৎপর্য ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে এ সম্মেলন।’

এম ইমরান ইকবাল বলেন, ‘ঝুঁকি মূল্যায়ন এবং মূল্যায়নের (বৈশ্বিক, স্থানীয় ও জাতীয়) ওপর ভিত্তি করে সাউন্ড কন্টিজেন্সি প্ল্যান এবং সতর্কতামূলক ব্যবস্থা প্রয়োগ করাই ঝুঁকি ব্যবস্থাপনার মূলমন্ত্র।’

এম রিয়াজুল করিম তার বক্তব্যে ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন ‘সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা হলো ব্যাংকিং খাতে উন্নয়নের পূর্বশর্ত।’

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশনের অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ উজ জামান, যুগ্ম পরিচালক মো. লুৎফুল হায়দার পাশা ও মাহমুদা হক রিসোর্স পার্সন হিসেবে অনুষ্ঠানে রিস্ক বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

প্রিমিয়ার ব্যাংক

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর