মোখা মোকাবিলায় বিজিবির টোল ফ্রি নম্বর চালু
১৩ মে ২০২৩ ১৮:৪৩
ঢাকা: ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় টোল ফ্রি নম্বর চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নম্বর দুটি হলো ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৮৮৯৬০০৫৫৫ ।
বাংলাদেশের দক্ষিণ উপকূলে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এর পরিপ্রেক্ষিতে সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর।
চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘরে ঘরে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে টেকনাফে আমার ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় ৫শ সৈনিক মাঠে তৎপর। তারা প্রতিটি বাড়িতে যাচ্ছেন। এলাকাবাসীদের ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানাচ্ছেন। তাদের সাইক্লোন শেল্টার বা নিকটবর্তী আশ্রয়ে নিয়ে যাচ্ছেন। এ ছাড়াও বৈরী আবহাওয়ার সুযোগে সীমান্ত অপরাধ যেন না বাড়ে, এজন্য সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
সারাবাংলা/ইউজে/একে