Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম-কক্সবাজারের বিমান যাত্রীরা বিদেশ যেতে পারবেন ঢাকায় এসে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৩ ২১:৪৮ | আপডেট: ১৪ মে ২০২৩ ০৮:৩৪

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় আছড়ে পড়বে। এ কারণে ১৩ মে ভোর ৬টা থেকে ১৪ মে রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের এবং ১৩ মে সকাল ৭টা থেকে ১৪ মে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ওই এলাকার যাত্রীরা চাইলে ঢাকায় এসে দেশের বাইরের গন্তব্যে যেতে পারবেন। ১৩ ও ১৪ মে’র যাত্রীরা এ সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, এ জন্য যাত্রীকে ফ্লাইট শুরুর ৫ ঘণ্টা আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে হবে।

তিনি জানান, দুই বিমানবন্দর বন্ধের কারণে যাদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করার জন্য নিকটতম বিমান অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

সারাবাংলা/এসজে/একে

বিমান বাংলাদেশ মোখা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর