Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেনে বার্ষিক পুরস্কার বিতরণ

সারাবাংলা ডেস্ক
১৩ মে ২০২৩ ২২:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় ‘গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেন’ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পরিচালকদের সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ মে) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া ও অনগ্রসর গ্রামে ‘গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেন’ যেন আলোকবর্তিকা। সুদক্ষ শিক্ষক, পরিচালকদের আন্তরিকতা, অভিভাবকদের যত্ন ও বিদ্যালয়ের মনোরম পরিবেশ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপযোগী প্রতিষ্ঠান গাটিয়াডেঙ্গা কিন্ডারগার্টেন।

বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে অনেক কৃতি শিক্ষার্থী উপহার দিয়েছে এ প্রতিষ্ঠান। এসব শিক্ষার্থী পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানেও কৃতিত্ব ও সাফল্যের সঙ্গে আলো ছড়িয়েছে। এই ধারাবাহিকতা রক্ষায় শিক্ষক, পরিচালক ও অভিভাবকদের নিরলস কাজ করে যেতে হবে।

স্কুলের পরিচালক আ জ ম সেলিমের সভাপতিত্বে ও শিক্ষক আমানুল্লাহ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক এরফান লিটন, এটিএম সাইফুল আলম, আবু তাহের, মো. জসিম উদ্দিন, মো. গোফরান, জাফর আহম্মদ ভুট্টো, আবু নাইম মুসা, শাকিল আহমদ, শহীদুল ইসলাম, আবছার উদ্দিন, এ কে এম মনজুরুল ইসলাম, গাটিয়াডেঙ্গা আ স ম হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোতেষ বসু, নলুয়া ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান শাহজাহান মো. আবু ইউনুচ টুন্টু, শিক্ষক মো. শহিদুল্লাহ, দক্ষিণ গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুল ইসলাম, সহকারী শিক্ষক ফেরদৌস আহমদ, অভিভাবক প্রতিনিধি সুলতান মাহমুদ, ও সাবেক শিক্ষার্থী আমানুল্লাহ মো. ক্বাফি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/একে

কিন্ডারগার্টেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর