তুরস্কের নির্বাচনে ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৩ ১৫:৪৪
১৪ মে ২০২৩ ১৫:৪৪
তুরস্কের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (১৪ মে) সকাল থেকে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা।
তুরস্কে ২০ বছর ধরে ক্ষমতায় প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান। আরও এক দফা ক্ষমতা ধরে রাখার জন্য এবারও প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বীতা করছেন বিরোধীদল ন্যাশনস অ্যালায়েন্সের কামাল কিলিকদারোগ্লু এবং আতা অ্যালায়েন্সের সিনান ওগান।
সুপ্রিম ইলেকশন বোর্ড (ওয়াইএসকে) জানিয়েছে, নির্বাচনে ৬ কোটি ৪০ লাখ ভোটার রয়েছেন। তবে এর মধ্যে ৩০ লাখের মতো ভোটার দেশের বাইরে থেকে ভোটাধিকার প্রয়োগ করছেন।
রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হবে। এর কিছুক্ষণ পর থেকেই বিভিন্ন এলাকা থেকে নির্বাচনের ফল আসা শুরু হবে।
সারাবাংলা/আইই