Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের জন্য জাহাজে করে ত্রাণ পাঠালো ভারত


৮ মে ২০১৮ ১৮:১৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে অাশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত।

মঙ্গলবার (০৮ মে) বিকেলে ভারত থেকে এসব ত্রাণসামগ্রী নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর শরীফ সারাবাংলাকে জানান, আইএনএস ঐরাবত নামে জাহাজটি বিকেল পৌনে ৫টায় চট্টগ্রাম বন্দরের দুই নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজটি শুক্রবার চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।

বুধবার (৯ মে) সকাল ৯ টায় এসব সামগ্রী দুই নম্বর জেটিতে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে হস্তান্তর করা হবে। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত থাকবেন।

রোহিঙ্গা নাগরিকদের জন্য ত্রাণের তৃতীয় চালান নিয়ে আসা এই জাহাজে খাদ্যসামগ্রীর পাশাপাশি বর্ষায় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার বিভিন্ন উপকরণও আছে।

সূত্রমতে, এই চালানে ১ লাখ কেজি মিল্ক পাউডার, ৪৫ হাজার কেজি বেবি ফুড, ১ লাখ কেজি ড্রাই ফিস, ৫০ হাজার পিস রেইন কোট এবং ৫০ হাজার গাম বুট (কাদায় হাঁটার জুতা) আছে।

এর আগে প্রথম চালানে দুটি বিমানে করে ১০৭ মেট্রিকটন এবং দ্বিতীয় চালানে ১টি জাহাজে করে ৭০০ মেট্রিকটন ত্রাণ পাঠিয়েছিল ভারত।

সারাবাংলা/আরডি/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর