Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩১ মে বসছে বাজেট অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৩ ১৮:৫৮

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন বসবে আগামী ৩১ মে। ওইদিন বিকেল ৫ টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন।

সংদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করবেন। এরপর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেবেন।

এবারের বাজেট অধিবেশন মাসব্যাপী চলতে পাারে। ৩১ মে কার্য উপদেষ্টার বৈঠকে নির্ধারণ করা হবে অধিবেশন কতদিন চলবে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বাজেট পাস হয় সাধারণত ৩০ জুন। তবে এ বছর কোরবানি ঈদের কারণে তার আগেই বাজেট পাস হতে পারে।

দুই বছরের করোনা মহামারির পর এক বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যেই পৌনে আট লাখ কোটি টাকার বিশাল বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

৩১ মে টপ নিউজ বাজেট অধিবেশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর