Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ১৭:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ইয়াবাসহ গ্রেফতার এক রোহিঙ্গা যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এ তথ্য জানান। দণ্ডিত ফয়েজ জামিনে গিয়ে বর্তমানে পলাতক আছেন।

মো. ফয়েজ (৩০) মিয়ানমারের মংডু জেলার রেইঙ্গাডং থানা এলাকার বাসিন্দা। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে এসে পরিবারসহ কক্সবাজারের কুতপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকতেন তিনি।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর নগরীর ডবলমুরিং থানার কর্ণফুলী মার্কেটের সামনে থেকে ফয়েজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম ৮ হাজার ৮০০টি ইয়াবাসহ গ্রেফতার করে। অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন।

২০১৮ সালের ২০ অক্টোবর গ্রেফতার ফয়েজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২০ সালের ১ ডিসেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পাঁচজনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম

ইয়াবা কারাদণ্ড গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর