Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনায় সুদের হার বাড়িয়ে ৯৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৩ ১৯:২৩

মুদ্রাস্ফীতিতে জর্জরিত আর্জেন্টিনায় আরও এক দফা সুদের হার বেড়েছে। এবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ৯১ থেকে আরও ৬০০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সুদের হার ৯৭ শতাংশ নির্ধারণ করেছে। এ নিয়ে চলতি বছরেই চার বার সুদের হার বাড়ালো আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক।

করোনাভাইরাস মহামারি ও পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে গোটা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির লাগাম টানতে লাগাতার সুদের হার বৃদ্ধি করছে। তবে আর্জেন্টিনা বেশ আগে থেকেই অর্থনৈতিক অস্থিরতায় টালমাটাল। দেশটিতে মুদ্রাস্ফীতি প্রতিবছরই উল্লেখযোগ্য হারে বাড়ছে।

বিজ্ঞাপন

গত মাস এপ্রিলে আর্জেন্টিনায় বাৎসরিক মুদ্রাস্ফীতি বেড়েছে ১০৯ শতাংশ। যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুসারে, বর্তমানে শুধু ভেনিজুয়েলা ও জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতি আর্জেন্টিনার চেয়ে বেশি।

সারাবাংলা/আইই

আর্জেন্টিনা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর