Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহে জোট গঠনের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৩ ১৩:১২

ইউক্রেনকে পশ্চিমা যুদ্ধবিমান সরবরাহের জন্য একটি জোট গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতে। মঙ্গলবার (১৬ মে) আইসল্যান্ডে কাউন্সিল অব ইউরোপ সম্মেলনে সুনাক-রুতের এক বৈঠকের পর এ ঘোষণা আসে।

মঙ্গলবার (১৬ মে) কাউন্সিল অব ইউরোপ সম্মেলনে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতের সঙ্গে বৈঠকের পরে জারি করা এক বিবৃতিতে সুনাকের অফিস ১০ নং ডাউনিং স্ট্রিট বলেছে, দুই নেতা কিয়েভে যুদ্ধবিমানের চালান সমন্বয়ে সহায়তা করার জন্য পদক্ষেপ নেবেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সুনাক এবং প্রধানমন্ত্রী রুতে সম্মত হয়েছেন যে, তারা ইউক্রেনের যুদ্ধবিমান সক্ষমতা বাড়ানোর জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের জন্য কাজ করবেন। প্রশিক্ষণ বিমান থেকে শুরু করে এফ-১৬ যুদ্ধবিমান সংগ্রহের জন্য এই জোট সবকিছু করবে।

তবে আমেরিকার তৈরি যুদ্ধবিমান ইউক্রেন কোনো কোনো দেশ সরবরাহ করতে পারে সে ব্যাপারে কিছু জানানো হয়নি। মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বেশ কয়েকটি দেশ ব্যবহার করে থাকে। এর মধ্যে ন্যাটোভুক্ত দেশের সংখ্যা বেশি।

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর