চলন্ত ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত
১৭ মে ২০২৩ ১৩:২২
ঢাকা: রাজধানীর বাড্ডায় পাথর বোঝাই চলন্ত ট্রাকের ওপর থেকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াদ আলী (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (১৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোডে এই দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার এসআই মো. রাসেল পারভেজ জানান, ভোর রাতে পাথর বোঝাই একটি ট্রাক পূর্ব বাড্ডায় আসে। ওই ট্রাকের ওপরে ঘুমিয়ে ছিলেন শ্রমিক ইয়াদ আলী। পুর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোডে পৌঁছালে জোড়ে ব্রেক করে চালক। ঠিক তখনই ট্রাকের ওপর থেকে পড়ে যান ওই শ্রমিক। তখন ওই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, ঘটনার পরপরই জনতা ট্রাক চালক এবং তার সহযোগীকে গণপিটুনি দিয়েছে। আহত চালক ও তার সহযোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত ইয়াদ আলীর দুর সম্পর্কের চাচাতো ভাই হেলাল উদ্দিন জানান, ইয়াদ আলী শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার হালগড়া গ্রামের সমেজ আলীর ছেলে। তিনি উত্তরা আব্দুল্লাহপুর পশ্চিম পাড়ায় থাকতেন শ্রমিকের কাজ করতেন।
সারাবাংলা/এসএসআর/ইআ