চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ২০ বছর আগে ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গত ২০ বছর ধরে ওই ব্যক্তি নাম, পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে ছিল বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১৬ মে) রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিদারুল আলম (৪৫) হাটহাজারীর মৃত সৈয়দ আহম্মদের ছেলে।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান সারাবাংলাকে জানান, ২০০৩ সালের ২৫ নভেম্বর রাতে হাটহাজারীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় হাটহাজারি থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের হয়।
ঘটনার দিন দিদারকে গ্রেফতার করা হলেও পরে জামিনে বেরিয়ে পালিয়ে যায়। ২০২২ সালের ৩০ মে এ মামলার রায় দিদারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
মেজর মেহেদী আরও জানান, পলাতক দিদার লাইটার জাহাজে শ্রমিক হিসেবে চাকরি করে আসছে। বন্দরের বহির্নোঙরে গভীর সমুদ্রে একটি জাহাজে অবস্থান শনাক্ত করে দিদারকে গ্রেফতার করা হয়।