Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৩ ১৬:১৪

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক আলী আকবর স্বাক্ষরিত এক তলবি নোটিশে আগামী ২২ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তাকে বক্তব্য দিতে বলা হয়েছে।

বুধবার (১৭ মে) দুদক সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে। এ সংক্রান্ত একটি চিঠি সারাবাংলার হাতে রয়েছে।

জানা গেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে তাকে তলব করা হয়েছে।

জানা গেছে, গত বছরের জুনে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। একইসঙ্গে দুই সদস্যের একটি টিম গঠন করা হয়।

এর আগে, ২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এর আগে একই বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়।

সারাবাংলা/জিএস/ইআ

মেয়র জাহাঙ্গীর আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর