ইমরান খানের বাড়ি ঘেরাও করেছে পুলিশ, ফের গ্রেফতারের আশঙ্কা
১৮ মে ২০২৩ ১১:৩৬
ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের লাহোরের বাড়ি ঘেরাও করেছে পুলিশ। এতে ফের গ্রেফতারের হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী নিজেই।
তিনি জানান, পুলিশ তার লাহোরের জামান পার্কের বাসভবন ও আশ-পাশের রাস্তা ঘিরে রেখেছে। যেকোনো সময় তাকে আবার গ্রেফতার করা হতে পারে। খবর আল-জাজিরার।
বুধবার (১৭ মে) রাতে টুইট বার্তায় এ আশঙ্কার কথা জানিয়েছেন ইমরান খান। তিনি জানান, প্রিজন ভ্যান নিয়ে ২০০ পুলিশ তার বাড়ির চারপাশ ঘিরে অবস্থান নিয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী টুইটে লেখেছেন, ‘সম্ভবত নতুন করে গ্রেফতার হওয়ার আগে এটাই আমার শেষ টুইট।।’
এর আগে, ৯ মে আল-কাদির দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। এরপর ১২ মে তাকে দুই সপ্তাহের জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। আদালতের সেই আদেশ অনুযায়ী ওই মামলার প্রধান আসামি ইমরান খানের জামিনের মেয়াদ ছিল ২৬ মে পর্যন্ত। বুধবার (১৭ মে) পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত ফের বাড়ানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৬ মে) ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর পিটিশনটি জমা দেন তার আইনজীবী ব্যারিস্টার গওহর। বুধবার সেই পিটিশনের ওপর শুনানি হয়। শুনানিতে পরক্ষোভাবে পিটিশনকে সমর্থন করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাকিস্তানের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুনাওয়ার দুগাল এবং ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল জাহাঙ্গীর জাদুন জানান, আলোচিত এই মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ জোগাড় করতে আরও সময় প্রয়োজন রাষ্ট্রপক্ষের।
শুনানি শেষে বিচারপতি মিঞাগুল হাসান আওরঙ্গজেব আগামী ৩১ মে পর্যন্ত আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিন মঞ্জুর করেন।
সারাবাংলা/ইআ