Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা শিক্ষা উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৩ ২১:০৮

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। বর্তমান সরকার মাদরাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কাজ করছে। মাদরাসা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

বৃহস্প‌তিবার (১৮ মে) বিকে‌লে রূপগঞ্জ উপ‌জেলার নোয়াপাড়া এলাকায় নোয়াপাড়া ইসলা‌মিয়া ম‌হিলা আলিম মাদরাসার চারতলা ভিতবি‌শিষ্ট একতলা নতুন একা‌ডে‌মিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাক‌লেই দে‌শে উন্নয়ন হয়। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। কারণ, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। মেট্রোরেল, পদ্মা সেতু নির্মাণ, হজরত শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালসহ দেশে বিভিন্ন উন্নয়নকাজ আওয়ামী লীগ সরকারের কারণেই সম্ভব হয়েছে।’ সেজন্য আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠা‌নে বি‌শেষ অতিথি হিসেবে যোগ দেন রূপগঞ্জ উপ‌জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও তারা‌ব পৌরসভার মেয়র হাছিনা গাজী। তি‌নি ব‌লেন, ‘দেশ‌কে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। আমাদের ঐক্যবদ্ধভা‌বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত‌কে শ‌ক্তিশালী কর‌তে হ‌বে।’

বিজ্ঞাপন

নোয়াপাড়া ইসলা‌মিয়া ম‌হিলা আলিম মাদরাসার ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি মোহাম্মদ কা‌মিজ উদ্দিন ফরাজীর সভাপ‌তি‌ত্বে এবং তারাব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হো‌সেনের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন দু‌র্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদফতরের যুগ্মস‌চিব মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম, রূপগঞ্জ উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, ফা‌রিহা গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ ম‌নির হো‌সেন, মারুফ-শারমীন স্মৃ‌তি সংস্থার সভাপ‌তি লায়ন মোজা‌ম্মেল হক ভুঁইয়া, নোয়াপাড়া ইসলা‌মিয়া ম‌হিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ ম‌ফিজুল ইসলাম, রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মেহের, উপ‌জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হা‌বিবুর রহমান হা‌বিব, তারা‌বো পৌর যুবলী‌গের সা‌বেক সভাপ‌তি আব্দুল আউয়াল প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর