Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্রের ফল বাতিল কিংবা স্থগিত করতে পারবে নির্বাচন কমিশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৩ ২০:৫৪

ঢাকা: কোনো নির্বাচনে পুরো আসন নয়, অনিয়ম হওয়া এক বা একাধিক কেন্দ্রের ফল বাতিল বা স্থগিত করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। এমন বিধান রেখে ‘রিপ্রেজেনটেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৩’ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, নির্বাচনকালীন যে কোনো মুহূর্তে পেশিশক্তির প্রয়োগ বা অন্য যে কোনো কারণে এক বা একাধিক কেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন নির্বাচনের ফল বাতিল করতে পারবে।

নির্বাচন কমিশন তো অনিয়মের কারণে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছিল— এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘নির্বাচন কমিশনের প্রস্তাব মন্ত্রিসভা পর্যালোচনা করেছে। যে বিষয়গুলো যৌক্তিক বলে মনে করেছে যে বিষয়গুলো অনুমোদন করেছে। এটি নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে ইসির স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মন্ত্রিসভা মনে করছে।’

’সারাবাংলা/এএইচএইচ/একে

ইসি টপ নিউজ নির্বাচন কমিশন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর