আরব লিগের সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘আমি সৌদি আরবে পৌঁছেছি। আরব লিগ সম্মেলনে আমি বক্তব্য দেব। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করব। এছাড়া অন্যান্য নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করব।’
তিনি বলেন, ‘আরেকটি অগ্রাধিকার হলো ইউক্রেনের মুসলিম সম্প্রদায়কে রক্ষা করা। ক্রিমিয়াই প্রথম রুশ দখলদারিত্বের শিকার হয়েছিল এবং অধিকৃত ক্রিমিয়ায় যাদের দমন করা হচ্ছে তাদের অধিকাংশই মুসলমান। ক্রিমিয়ান মুসলিম তাতাদের নেতা মুস্তাফা জেমিলেভ আমাদের সঙ্গে আছেন।’
আরব লিগ সম্মেলনের পর জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশে জাপানের হিরোশিমা যাবেন জেলেনস্কি। জেদ্দা থেকে হিরোশিমায় তিনি ফ্রান্সের সরকারি একটি উড়োজাহাজে ভ্রমণ করবেন।