Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপির আন্দোলন বসে যাওয়া গাড়ি স্টার্ট দেওয়ার মতো’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৩ ১৭:৫০

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘গাড়ি বসে গেলে সেটাকে মাঝে মাঝে স্টার্ট দিতে হয়। বিএনপির আন্দোলন কর্মসূচিও হচ্ছে সেরকম, বসে যাওয়া গাড়ি স্টার্ট দেওয়ার মতো। বিএনপি দলটা বসে গেছে। বিএনপি এখন একটি জং ধরা দল, সেজন্য নেতাকর্মীদের চাঙ্গা করতে মাঝে মাঝে গাড়ি স্টার্ট দেওয়ার মতো করে আন্দোলনের কর্মসূচি দেয়।’

শুক্রবার (১৯ মে) দুপুরে চট্টগ্রামে বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

সরকার আবোলতাবোল বকছে-বেসামাল হয়ে গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় মির্জা ফখরুল-রিজভী সাহেবসহ বিএনপির নেতারা বিশ্বময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গ্রহণযোগ্যতা, তার প্রতি বিশ্ব নেতাদের বা বিশ্ব অঙ্গনের যে আস্থা, সেটি বুঝতে ব্যর্থ হয়েছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সাম্প্রতিক জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর করেছেন। তিনি অত্যন্ত সফল একটা সফর করে এসেছেন। যে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংক নিজেরাই প্রস্তাব করেছে ২.২৫ বিলিয়ন ডলার বাংলাদেশকে সহায়তা করার। জাপান ৩০ বিলিয়ন ইয়েন আমাদের সাহায্য করবে বিভিন্ন প্রকল্পে।’

সরকার দেশে-বিদেশে আস্থা অর্জনে ব্যর্থ হয়ে এখন ভোটারবিহীন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে- বিএনপি নেতা রুহুল কবীর রিজভী আহমেদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক নিয়ে গত ১৬ মে জাতিসংঘ ‘দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ প্রস্তাব এনে আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। সেই প্রস্তাব এবং বাংলাদেশের সাথে কো-স্পন্সর হয়েছে একাত্তরটি দেশ। এরপরও কি কারও আর বলার প্রয়োজন আছে যে, শেখ হাসিনা কিংবা সরকারের গ্রহণযোগ্যতা বিশ্বময় কি আছে?”

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

আওয়ামী লীগ আন্দোলন বিএনপির আন্দোলন হাছান মাহমুদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর