Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৩ ১৯:৫১

ঢাকা: বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের জাতীয় কাউন্সিল ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারা দেশ থেকে আসা সহস্রাধিক আইনজীবী অংশ নেন।

আজকের সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জাতীয় কাউন্সিলে বাংলাদেশ আইনজীবী ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে বিভাস চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে অনুপ কুমার সাহাকে নির্বাচিত করা হয়। কাউন্সিলে সুপ্রিম কোর্ট শাখার সভাপতি হিসেবে প্রবীর রঞ্জন হালদার এবং সাধারণ সম্পাদক হিসাবে মিন্টু কুমার মণ্ডল নির্বাচিত হন।

নতুন কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে কাউন্সিল অধিবেশন থেকে জানানো হয়।

সারাবাংলা/কেআইএফ/এমও

ত্রিবার্ষিক সম্মেলন বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর